মহাদেবপুরে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

মহাদেবপুরে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : December 14, 2024

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোরে পিক আপের ধাক্কায় আ. আজিজ (৮১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটা মোড়) বাজারের দক্ষিণ পাশে খোর্দ্দনারায়নপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আ. আজিজ খোর্দ্দনারায়নপুর গ্রামে বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আ. আজিজ বাড়ির সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এ সময় নওহাটা মোড়ের দিক থেকে সতিহাটগামী অজ্ঞাত একটি মাছবাহী পিকআপ তাকে চাপাদিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই পিকআপের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা এসে দূর্ঘটনাস্থল থেকে তার মৃতদেহ বাসায় নিয়ে যায়। 

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Share This