ইলিয়াসকে বিয়ে করেছেন সেই মডেল ও অভিনেত্রী সুবাহ
Emranul Azim Chowdhury
December 24, 2021
বিয়ে করেছেনক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হুমায়রা সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি। ছবিতে দু’জনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ। আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।
ছবির বিষয়ে গণমাধ্যমকে সুবাহ বলেন, বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি। তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন রাজধানীর বনানী এলাকায় একসঙ্গেই সংসার পেতেছেন।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী ইলিয়াসকে নিয়ে একসঙ্গে ঘুরতে বের হন। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বলেন, ‘ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দুজন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপোড়াটাও ভালো।’ তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।’ মাস খানেক আগে সুবাহর সঙ্গে ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা সরাসরি জানাননি তিনি।
Share This