দেশে কোন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড হয়নি- আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
December 12, 2021
দেশে কোন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাত কর্মকর্তার ওপরন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে নিউ প্রসেস এবং যাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় তাদের পক্ষ শোনা। কিন্তু এখানে সেটা করা হয়নি।
Share This