বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি নিজের আত্নপরিচয়, নিজের দেশের স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বে বিরল।
৭২ এর সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ননা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেন আমাদের সংবিধানটা অনেক ইউনিক। এইটা অন্যকোনো রাষ্ট্রের সাথে সমযোতার দলিল না।
আজ রোববার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।