মিরপুরে ব্যাবসায়ীকে হত্যা চেষ্টা

মিরপুরে ব্যাবসায়ীকে হত্যা চেষ্টা

ডেস্ক রিপোর্ট June 15, 2022

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১.৫৫ মিনিটে রাজধানীর মিরপুরের সিরামিক রোড সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে মিলন খান নামের এক ব্যাবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার গাড়িচালক বরকত বাধা দিতে আসলে তাকেও এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে তারা। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করে। 

 

সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে জানা যায় নাডা জাহিদ, কোপা জনি, বাবা শাওন, কুত্তা পান্নু সহ আরো অজ্ঞাত ৮/১০ এই সশস্ত্র হামলা চালায়। লোকজন দেখে তারা দ্রুত অস্ত্র রেখে স্থান ত্যাগ করে। উল্লেখ্য, প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

 

এবিষয়ে রাজধানীর পল্লবী থানায় আহত মিলন খান এর ভাই মিরাজ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

 

এবিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হোসেন কে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

Share This