মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টপ ৫০ নির্বাচন

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টপ ৫০ নির্বাচন

ডেস্ক রিপোর্ট October 16, 2022

বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বি বি বি - মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২। গত ১২অক্টোবর শেষ হলো ২ রাউন্ড অডিশন।।প্রায় আট হাজার প্রতিযোগী রেজিষ্ট্রিশেন করে এই প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করে পাচ শতাধিক প্রতিযোগীকে আমন্ত্রন জানানো হয় প্রথম রাউন্ড অডিশনের জন্য। গত ১লা অক্টোবর ও ২রা অক্টোবর বনানী টাওয়ারে প্রাইমারী অডিশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের পেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, এই অডিশনের মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হয়।।পরে তাদেরকে নিয়ে টানা ৩দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ জনকে নির্বাচন করা হয়।।এদের নিয়ে আবার হবে গ্রুমিং সেসন র্পযায়ক্রমে ২০ ও ১০ নির্বাচন করে এই মাসের ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। তিনি জানান, আমাদের দেশের বিবাহিত মেয়েরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা বিভিন্ন কারনে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।।এবারের চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যাবেন দক্ষিন কোরিয়া। সেখানে বসবে মিসেস ইউনিভার্স ২০২২ এর ৪৩ তম আসর। ইতিপূর্বে র্উবি ইসলাম বাংলাদশের হয়ে অংশগ্রহন করছেন মিসেস ইউনিভার্স এর ৪২ তম আসর শুধুর চীনে। ১ম রাউন্ড অডিশনের বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা , মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম, উপস্থাপক ইশরাত পায়েল। ২য় রাউন্ড অডিশনে বিচারক মন্ডলির দায়িত্ব পালন করেন চীফ পেট্রন নারী উদোক্তা,সংগঠক সিমা হামিদ,উপস্থাপক আব্দুন নুর তুষার,ভি এল সি সি র মার্কেটিং ম্যনেজার সারা জায়ানা।।ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর সভানেত্রী সিমা হামিদ বলেন,শুধু পুরুষের পাশাপাশি নয় সফলতায় নারীরা পুরুষের চাইতেও এগিয়ে আছে অনেক ক্ষেত্রে।। নারীরা অনেক বেশি চ্যালেজিং।।তাই সর্বখেত্রে নারীদের এগিয়ে আসতে হবে এবং দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজয় করতে হবে।।এরকম একটি প্ল্যাটফর্ম নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।।

বিচারক মডেল ও অভিনেতা মনির খান শিমুল বলেন, বিয়ে বা বাচ্চা হওয়া মানেই মেয়েদের পিছিয়ে পরা নয়।।সাহসের সাথে এগিয়ে যেতে হবে নারী সমাজকে।।মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টাইটেল স্পন্সর বি বি বি (বিডি বাজেট বিউটি), এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।

Share This