সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত ১
নিজস্ব প্রতিবেদক :
January 02, 2025
রাঙামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় একটি এম আর রাইফেল , এ্যামো ৩০ রাউন্ড, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২ টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ২ টি, ব্যাগ ৫ টি, কম্বল ১০টি, নগদ টাকা এবং বিভিন্ন প্রকারের নথি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।
Share This