দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ হাজি

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ হাজি

নিজস্ব প্রতিবেদক : July 08, 2024

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে ৫৬ হাজার ৩৩১ জন হাজি দেশে ফিরেছেন। ১৪৪টি ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

সোমবার (৮জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

জানা যায়, পবিত্র হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে পুরুষ ৪৯ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

Share This