ময়নামতি উপজেলা বাস্তবায়নে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ময়নামতি উপজেলা বাস্তবায়নে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : January 12, 2025

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে বৈঠকে এ দাবি জানান তিনি। ময়নামতি উপজেলা বাস্তবায়নে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার এ এলাকার মানুষ। তাই এ বিষয়ে একসঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৈঠকে বক্তারা ময়নামতি উপজেলা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া কয়েকটি দাবি তুলে ধরেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল মুনতাকিম।  

দাবিগুলো হলো- বুড়িচং উপজেলা থেকে গোমতী নদীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়নকে আলাদা করতে হবে (পাশের উপজেলা থেকে কিছু ইউনিয়ন যোগ করেন অথবা ৪টি ইউনিয়নকে ৮টি করা যায়)। গোমতীর দক্ষিণ পাড়ের ৪ ইউনিয়ন নিয়ে উপজেলা ঘোষণা দিতে হবে। সহস্র বছরের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে উপজেলার নাম হবে ময়নামতি। জায়গা বরাদ্দ, খরচের বাজেট, আইনি বৈধতা, জনগণের স্বার্থ, জনমানুষের সহজ যাতায়াত ইত্যাদি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন কর্তৃক একটি কমিটি গঠন করতে হবে। কমিটি বিভাগীয় কমিশনারের কাছে রিপোর্ট পাঠাবে। তারপর মন্ত্রণালয়ে যাবে। জনগণের কষ্ট লাঘবের জন্য ৪টি ইউনিয়নের মধ্যে ভৌগোলিক কেন্দ্র স্থলে উপজেলা কাঠামো বা দপ্তরগুলো নির্মাণ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ময়নামতি বিশ্বে পরিচিতি পেয়েছে। তারও আগে দশম শতাব্দী থেকে ময়নামতি থেকে এ অঞ্চল শাসিত হয়েছে। ময়নামতির এসব ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে।

আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতালের ডিএমডি কবির হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবির ও মো. জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আইনজীবী দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল আউয়াল মো. আলাউদ্দিন, অধ্যাপক মো. মনিরুল হক ও মো. আবু মুসা প্রমুখ।

Share This