আশুরাকে ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

আশুরাকে ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক : July 03, 2025

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

ডিএমপি (ভারপ্রাপ্ত) কমিশনার বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

একই সঙ্গে, জনভোগান্তি এড়াতে ওইসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

মো. সারওয়ার আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না।

 

পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

Share This