বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে বিরত রাখতে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে কাজ শুরু করে দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদবোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
এ সময় আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে দেশে ক্রীড়ার ওপর জোর দিচ্ছে বিএনপি। এছাড়া জনগণ নির্বাচিত করলে ভবিষ্যতে দেশের প্রতিটা উপজেলায় ক্রীড়া কমপ্লেক্স করার পরিকল্পনার কথা বলেন তিনি।
এ সময় দলের সহ-সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।