দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ও দুবাই। ভারতের সবগুলো ম্যাচ দুবাইয়ের মাটিতে হবে। বাকি সব পাকিস্তানে খেলা হবে।
এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে ৮৩ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা দিয়েছে আইসিসি।যা সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফির থেকে ৫৩% প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। রানার্সআপ হওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকার সমান।
এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে ৬ কোটি টাকার চেয়ে বেশি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ টাকার সমান।
এছাড়া ৮ দলের মধ্যে ৫ম বা ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষে দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা করে। টুর্নামেন্টের বাকি দুই দল অর্থাৎ ৭ম এবং ৮ম হওয়া দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা ১ কোটি ৬৮ লাখ টাকা।
এবারের আসরে প্রতিটি ম্যাচ খেলার জন্য প্রত্যেক দল পাবে ১২৫০০০ ডলার বা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৪০০০ ডলার বা ৪১ লাখ টাকা পাবে।
কোন ম্যাচ জয়লাভ না করেও গ্রুপ পর্বে থেকে বিদায় নিলে বাংলাদেশ পাবে তিন কোটি টাকা সমপরিমাণ। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাটিতে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে।