ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে : আমির খসরু
নিজস্ব প্রতিবেদক :
November 21, 2024
ভুটানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময় ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার ২১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করে আমির খসরু।
ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ আছে। কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় ৩০ হাজার মেগাওয়াটের।
সার্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ভুটানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সার্ককে আমরা আরও কার্যকর করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
Share This