যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন জারা সুলতানা। সেইসঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনের সঙ্গেএমপি মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও ঘোষণা দেন তিনি।
গত বছর লেবার পার্টির হুইপ পদ হারানোর পর থেকে স্বতন্ত্র এমপি হিসেবে কোভেন্ট্রি সাউথের প্রতিনিধিত্ব করছেন জারা সুলতানা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। দেশের বিভিন্ন স্বতন্ত্র এমপি, কর্মী ও আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে জেরেমি করবিন এবং আমি একসঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবো।’
তিনি ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ‘ওয়েস্টমিনস্টার ভেঙে পড়েছে, কিন্তু প্রকৃত সংকট আরও গভীর। দুই-দলীয় ব্যবস্থা কেবল ভঙ্গুর প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয় না। ’
সুলতানা তার এর আগে লেবার পার্টি থেকে সরে আসার কথা উল্লেখ করে বলেন, সে সময় তিনি দুই-সন্তান সুবিধার সীমা বাতিলের পক্ষে ভোট দেন, যা বাস্তবায়িত হলে প্রায় ৪ লাখ শিশু দারিদ্র্য থেকে মুক্তি পেত।