পুঠিয়ায় ফুটপাত দখলে ব্যস্ত ব্যবসায়ীরা!

পুঠিয়ায় ফুটপাত দখলে ব্যস্ত ব্যবসায়ীরা!

রাজশাহী প্রতিনিধি : November 29, 2024

রাজশাহীর পুঠিয়া উপজেলার সড়কের দু'পাশে প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত দোকানিদের অবৈধ দখলে। এমনকি রাস্তায়ও দোকানপাট বসছে। ফুটপাত দিয়ে পথচারীরা হাঁটতে পারছেন না। প্রশাসনে নীরবতার কারণেই এই সমস্যাটি দিন দিন আরো বড় আকার ধারণ করছে।

উপজেলা মহাসড়ক বিস্তৃত হাট বাজারগুলো ঘুরে দেখা যায়, ঝলমলিয়া, পুঠিয়া সদর ও বানেশ্বর সকল স্থানের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকান।

ফলের দোকান, শাকসবজি, মাছ দোকান, চা-পান-সিগারেটের দোকান, একটু লক্ষ্য করলে দেখা যায় গরম তেলে ভাজা হচ্ছে সিঙ্গারা কোথাও পেঁয়াজি এই রাস্তা দিয়ে প্রতিদিন কোমলমতি শিশুরা স্কুলে যাতায়াত করেন। এই ফুটপাত গুলোতে দোকান তৈরি হওয়ার কারণে পথচারীরা প্রতিদিন পড়ছেন নানা রকম সমস্যায়। এছাড়াও সকল ফুটপাতে স্থান দখল হওয়ার কারণে মোটরসাইকেল অটো রিক্সা- ভ্যান যাতায়াত করতে না পারায় তারা মহাসড়ক দিয়ে যাতায়াত শুরু করলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।

অবৈধ ভাবে ফুটপাত দখল করা একাধিক দোকানি জানান, এই ফুটপাতে দোকান দেওয়ার কারণে আমাদের প্রতি মাসে ভাড়া গুনতে হয় না। ইউনিয়ন বা পৌরসভা থেকে কোন ট্রেড লাইসেন্স এর প্রয়োজন হয় না। এই দোকানের স্থায়িত্ব কতদিন জানতে চাইলে বলেন, আমাদের একবার কোন রকম কোন একটা স্থানে বসতে পারলেই হলো তারপরে আর কোন ঝামেলা নেই এবং শান্তি আমরা দখল হিসেবে ব্যবহার করতে পারি। আর মানুষও বাজারে না গিয়ে খুব দ্রুত সময়ে আমাদের থেকে জিনিস ক্রয় করে যেতে পারে।

পুঠিয়া সদর ও ঝলমলিয়া একাধিক পথচারী বলেছেন , এই ফুটপাত গুলো তৈরি করা হয়েছে আমাদের মত সাধারণ পথচারীদের জন্য কিন্তু এখানে অবৈধভাবে দোকানপাট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমরা এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে পারছি না। আরো একটা বিষয় আমাদেরকে খুবই কষ্ট দেয় কোন মহিলা যদি এই রাস্তা দিয়ে যেতে লাগে তাহলে অবশ্যই কোনো না কোনো ছেলের সঙ্গে তার শরীরের যেকোন স্থানে ধাক্কা লাগে সেজন্য এগুলো খুব দ্রুত দখল মুক্ত করে। সাধারণ পথচারীদের যাতায়াতের সুবিধা করার জন্য প্রশাসনের প্রতি আমরা অনুরোধ জানাই।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম নূর হোসেন নির্ঝর বলেন, বিষয়টি আমার নজর এসেছে আমরা অল্পদিনেই উচ্ছেদ অভিযান শুরু করব। আশা করি তখন ফুটপাত গুলো দখলমুক্ত হবে মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।

Share This