রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : December 20, 2024

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মো. ছৈয়দ উল্লাহ (১০) নামের এক শিশুর  নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার হাকিমপাড়া ১৪নং ব্লক বি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

নিহত ছৈয়দ উল্লাহ ১৫নং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। আহতরা হলো- ১৪নং ক্যাম্পের সৈয়দ নূর (১৫) ও একই ক্যাম্পের এনায়েত রহমান (৬)।

 

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আজ সকালের দিকে ১৪নং ক্যাম্পে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে তিন শিশু চাপা পড়ে। এ সময় দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছৈয়দ উল্লাহ মাটি চাপা পড়ে মারা যায়।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share This