 
														
রাজধানীতে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশের সড়কে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনার সূত্রপাত হয়। এ সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির চার–পাঁচজন শিক্ষার্থী ছিনিয়ে নেন৷ এতে উভয়পক্ষের মধ্যে প্রথমে পাল্টা ধাওয়া এবং পরবর্তীতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়টি নিয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল৷ পরে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।