সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিদ্যালয় সমূহের শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু আন্দোলনকারীরা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে আসা শিক্ষকরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের সমাজের স্বাভাবিক জীবনে অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছেন। কিন্তু এত কষ্ট করেও তারা প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না এবং বেতন কম। তাই স্কুলগুলোকে এমপিওভুক্ত করতে দাবি জানাতে এসেছেন তারা।
জামালপুর জেলা থেকে আসা শিক্ষক মোহাম্মদ আলামিন বলেন, আমাদের দাবি স্কুলগুলোকে যেন স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা হয়। আমরা সারাদেশ থেকে শিক্ষকরা এসেছি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরো যাবো না।