মহাখালী বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

মহাখালী বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক : December 21, 2024

মহাখালী আন্তঃজেলার বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনালের ইজারা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। 

 

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানিয়েছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।

 

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এই কমিটি টার্মিনাল দুটির রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ করবেন। পাশাপাশি সম্ভাব্য আদায়ের পরিমাণ ও ইজারা মূল্য নির্ধারণ করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপককে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপককে (বাস টার্মিনাল)।

 

কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (টিইসি)।

Share This