সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে : পুলিশ কমিশনার

সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে : পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক : December 23, 2024

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন, জুলাই বিপ্লবের সময় যারা সিলেট নগরীতে অস্ত্রের মহড়া দিয়েছে তাদের তালিকা তৈরি হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। আমরা এক সময় এখানে না থাকলেও সেই তালিকা থাকবে। কোনো অপরাধীই ছাড় পাবে না।

রোববার (২২ ডিসেম্বর) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জীবনে চলার পথে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা মাধ্যমে টিম বিল্ডিং ও পারস্পারিক সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলা কাজের স্পিরিট বাড়ায়। অনলাইন সাংবাদিকতা এখন সবার মন জয় করেছে। কেননা প্রবাসীরা দেশের খবর জানার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আর প্রবাসীদের কাছে দ্রুত দেশের খবর পৌঁছে দেয় অনলাইন পত্রিকা। দেশে-বিদেশে সব জায়গায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুলিশ কমিশনার আরও বলেন, সাংবাদিক আবু তুরাব দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাকে স্মরণ করি। অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। তুরাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি গণমাধ্যম-প্রশাসন ও জুডিশিয়ালে যারা কাজ করে সবাই যদি মিলেমিশে কাজ করা যায় তাহলে জনগণ অনেক উপকৃত হবে। অপরাধীর কোনো বিশেষ পরিচয় নেই, যিনি অপরাধ করবেন তিনি অপরাধী।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন।

Share This