অমিক্রনের চেয়ে ভয়াবহ  হতে পারে ডেলমিক্রন

অমিক্রনের চেয়ে ভয়াবহ হতে পারে ডেলমিক্রন

সময় সংবাদ ডেস্ক December 25, 2021

মহামারি করোনাভাইরাসের আরেকটি নতুন ধরন পাওয়া গিয়েছে ডেলমিক্রন নামে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন ধরনটি অমিক্রনের চেয়ে শক্তিশালী সংক্রামক এবং ভয়াবহ হতে পারে! ডেলমিক্রনে আক্রান্তের ফলে অসুস্থতার তীব্রতাও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ভারতীয় চিকিৎসক ডা. শশাঙ্ক যোশী জানিয়েছেন ডেলমিক্রন নামটি রাখা হয়েছে করোনাভাইরাসের ডেল্টা এবং অমিক্রন ভ্যারিয়েন্টের নাম মিলিয়ে। ইতোমধ্যে ভাইরাসটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ছড়েয়ে পড়তে শুরু করেছে।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন অমিক্রন বিশ্বব্যাপী আতংক ছড়িয়েছে। তা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষজ্ঞরা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছিলেন। অন্যদিকে বুস্টার ডোজের গুরুত্ব না দেওয়ার জন্য বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর তেদ্রোস আধানম ঘেব্রেইসাস। তিনি আপাতত দুটি করে ডোজ দিয়ে প্রতিটি দেশকে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ৭০ শতাংশ নাগরিককে টিকাদান করার কথা বলেছেন। এ অবস্থায় করোনাভাইরাসের নতুন ধরন ডেলমিক্রন উপস্থিত হলো!

Share This