মাঠে সক্রিয় পরিবেশ অধিদপ্তর

মাঠে সক্রিয় পরিবেশ অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট September 15, 2022

প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিবেশ দূষণবিরোধী অভিযান চলছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

 

গত ১১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিবেশ দূষণের অপরাধে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও রাঙ্গামাটির ১৭ টি কারখানার মালিককে ৩২ লক্ষ ৪২ হাজার ১০৯ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

 

পরদিন ১২ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে রাজধানীর টিকাটুলি এলাকায় গাড়ীর শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দশটি গাড়ী থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঐ একই দিনে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্বে ঢাকা জেলার সাভার এলাকার দুইটি দোকান থেকে আনুমানিক ৩০২ কেজি পলিথিন জব্দ এবং ২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। 

 

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে রাজধানীর রায়েরবাগ কাঁচা বাজার এলাকায় চারটি দোকান থেকে আনুমানিক ১২৫ কেজি পলিথিন জব্দ এবং ১৭,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। ঐদিনেই পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্বে ফেনী জেলায় দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ইটভাটা দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। 

 

 

১৪ সেপ্টেম্বর তারিখেও পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্বে রাজাধানীর খিলগাঁও এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে রেখে পরিবেশ দূষণ করার অপরাধে বাড়ীর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

 

এদিকে ১৫ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হক নেতৃত্বে রাজধানীর টিকাটুলি এলাকায় গাড়ীর শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দশটি গাড়ীর ড্রাইভারকে ৪,৮০০/-

টাকা জরিমানা আদায় করা হয়। 

 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

Share This