ফেনীতে বন্যার্তদের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ

ফেনীতে বন্যার্তদের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ

ফেনী প্রতিনিধি : January 11, 2025

ফেনী জেলা প্রশাসনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ ও সুবিধাবঞ্চিত ১১'শ পরিবারের মাঝে ১১ হাজার কেজি চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'মাস্তুল ফাউন্ডেশন'। 

শনিবার (১১ জানুয়ারি) 'আহার হবে সবার ঘরে' - এই স্লোগানে মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

 মাস্তুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইয়ুথ মাস্তুল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, মাস্তুলের কেন্দ্রীয় সংগঠক ওসমান গনি রাসেল প্রমুখ।

Share This