লিবিয়ার নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার,বিজিবিএম, পিজিবিএম ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সঙ্গে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিনের সাক্ষাৎ

লিবিয়ার নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার,বিজিবিএম, পিজিবিএম ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সঙ্গে এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিনের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা May 17, 2023

আজ লিবিয়ার নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার,বিজিবিএম, পিজিবিএম ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সঙ্গে সাক্ষাৎকালীন সময়ে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রচলিত বাজারগুলোয় বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন। 

 

প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে টার্গেট করে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিকল্প এখন আসলে অন্যকিছু হতে পারে না। ইউরোপ, আমেরিকার প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একক বাজার নির্ভরশীলতা থেকে সড়ে আসছে ক্রেতারা। যা বাংলাদেশের জন্য সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। সুতরাং এসব সম্ভাবনাকে কাজে লাগাতে বাজারজাতকরণ কৌশল ও দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে।

 

এছাড়াও দেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বিশ্বব্যাপি প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এখানে ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের। পাশাপাশি ঔষধ, ইলেক্ট্রনিক পণ্য, হালকা প্রকৌশল, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং প্লাস্টিক পণ্যের সম্ভাবনাও অপরিসীম। লিবিয়ায় এসব পণ্যের বাজার সম্প্রসারণে দেশটির বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে উদ্যোগী হতে অনুরোধ করেন। 

 

দায়িত্ব গ্রহণের পর লিবিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেয়ার কথা জানান দেশটিতে দায়িত্বপ্রাপ্ত নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বিজিবিএম, পিজিবিএম ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উন্নতির বিষয়টি তুলে ধরার পাশাপাশি সেদেশে জনশক্তি রপ্তানি করার জন্য কাজ করতে চান বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও এফবিসিসিআই এর পক্ষ থেকে মতামত ও পরামর্শের গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি।

Share This