ফের শেরেবাংলায় উজ্জ্বল বাহিনীর আতঙ্ক!
বিশেষ প্রতিনিধি
August 18, 2022
মাশফিকুর রহমান উজ্জ্বল শেরেবাংলা থানা সেচ্ছাসেবলীগ এর বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অস্ত্র মামলায় অভিযুক্ত হয়ে র্যাব কতৃক আটক হওয়ার পর শান্তিতেই কাটছিলো এলাকাবাসীর দিন। সুখ সয়ে উঠেনি এলাকাবাসীর ভাগ্যে। বের হয়েই মত্ত হয়েছে চাঁদাবাজি ও দখলদারিত্বে।
বহিষ্কৃত এ নেতা বিভিন্ন জায়গা থেকে নামে, বেনামে চাঁদাবাজি শুরু করেছে বলে অভিযোগ এনেছে স্থানীয় কয়েকজন ব্যাক্তি।
খবর নিয়ে জানা যায়, এ উজ্জ্বল এক সময়ে সাধারণ মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার সবই করেতেন তিনি। তাঁর অত্যাচারে অতিষ্ঠ ছিল আগারগাঁও তালতলার বাসিন্দারা।
পুলিশের খাতায় সন্ত্রাসী তালিকাভুক্ত এ উজ্জ্বল বহিষ্কৃত হওয়া স্বত্ত্বেও সংগঠনের নাম ব্যাবহার করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে হরহামেশাই। এক ব্যাবসায়ীর কাছে তার হোন্ডা বাহিনী নিয়ে গিয়ে ৩০০০০ টাকা চাঁদা দাবি করছে সে। টাকা দিতে ব্যার্থ হলে ব্যাবসা উচ্ছেদের হুমকি দিয়েছে বলে জানান ঐ ব্যাবসায়ী।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ইসহাক মিয়া বলেন, উজ্জ্বল বহিষ্কৃত। তার কোনো কার্যক্রমের দায়ভার সংগঠন নিবে না।
এদিকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
Share This