জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : June 23, 2025

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রবিবার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

রাত সোয়া ১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। মনিরুল মওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

 

এর আগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান ‘মুরাদ এন্টারপ্রাইজ’-এর নামে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদক একটি মামলা দায়ের করে।

 

এ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের তৎকালীন এমডি ও সিইও মনিরুল মওলাসহ মোট ৫৮ জনকে আসামি করা হয়।

 

মামলাটি করেন দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক ইয়াছিন আরাফাত। এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

মামলার পর থেকে মনিরুল মওলা ছিলেন পলাতক। রোববার রাতে তাকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার অগ্রগতি শুরু হলো বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

Share This