যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনারের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা পাচারের অভিযোগ

যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনারের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : June 17, 2025

যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১২টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এসব অর্থ লোপাট করেছে।

সোমবার (১৬ জুন) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

দুদক সূত্র জানিয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল), ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ব্রাক ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি থেকে ঋণের নামে এসব অর্থ লোপাট করেন।

Share This