সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
Emranul Azim Chowdhury
February 18, 2022
সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এর মা রেনুজা বেগম এর নামাযে জানাজা বাদ জুম্মা মোহাম্মদপু নুরজাহান রোড বাইতুল ফজল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
ভুলত্রুটির জন্য ক্ষমা চান। পরে, নামাযে জানাজায় এ সময় তার রুহ-এর মাগফিরাত কামনা করে সকলে দোয়া করেন।
জানাজা নামায শেষে মোহাম্মদপুরে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় তার জানাজায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু সাত্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য রেনুজা বেগম গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩:৪০ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Share This