গাজীপুরে বনের জমি থেকে অবৈধ কলোনী উচ্ছেদ

গাজীপুরে বনের জমি থেকে অবৈধ কলোনী উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি : November 25, 2024

গাজীপুরে বনের জমি দখল করে গড়ে তোলা অবৈধ কলোনী উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।

 

সোমবার (২৫ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে এই অভিযান পরিচালিত হয়, যেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের অবৈধ কলোনীসহ অর্ধশতাধিক বাড়িঘর ভেঙে ফেলা হয়।

 

এতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে বনভূমি দখলমুক্ত করার জন্য একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ৩ একর গেজেটভু।

 

শারমীন আক্তার জানান, অবৈধ দখলমুক্ত করার জন্য এলাকায় বারবার মাইকিং করা হয়েছে। তাদের লক্ষ্য ৯ একর বনভূমি উদ্ধার করা এবং দ্রুত এসব ঘরবাড়ি উচ্ছেদ করে বনভূমি সংরক্ষণ করা হবে।

 

জানা যায়, শাহ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে বন দখল করা হয়েছিল। তার প্ররোচনায় বন বিভাগের কর্মীদের উপর হামলা এবং বনের জমিতে অবাধে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফারুক তার দখল করা বনে ছোট ছোট প্লট বিক্রি করে দেন, পরে সেখানে ঘরবাড়ি তৈরি হয়।

 

এ বিষয়ে শাহ মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে জানান।

Share This