খাগাটিপাড়ার বিদ্যালয় রক্ষায় ইউএনওর প্রতিশ্রুতি বাস্তবায়ন, আনন্দে ভাসলেন এলাকাবাসী

খাগাটিপাড়ার বিদ্যালয় রক্ষায় ইউএনওর প্রতিশ্রুতি বাস্তবায়ন, আনন্দে ভাসলেন এলাকাবাসী

গফরগাঁওয়ে প্রতিনিধি : February 03, 2025

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খাগাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্টের দিন শেষ হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের পর বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ইউএনওর উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তা এলাকাবাসীর জন্য এক বিশাল স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইউএনও তার উপজেলা প্রশাসন গফরগাঁও নামের ফেসবুক পোস্টে উল্লেখ করেন, গত ৩ জুলাই তিনি এলাকাবাসীর অনুরোধে বিদ্যালয়টি পরিদর্শনে যান। বর্ষার সময় সড়কটি এতটাই কর্দমাক্ত ও পিচ্ছিল ছিল যে, গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। এলাকাবাসী মিলে তাকে একটি অটোরিকশায় বসিয়ে হাতে করে বিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেন। সেদিন তিনি দেখেন, কাদাযুক্ত রাস্তার কারণে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া চরম দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি শিক্ষক উপস্থিতিও ছিল কম। শিক্ষার্থীদের আলাদা দুই সেট পোশাক নিয়ে আসতে হতো, যাতে তারা স্কুলে ঢোকার আগে পোশাক বদলাতে পারেন।

এ অবস্থায় তিনি প্রতিশ্রুতি দেন, বিদ্যালয়ের রাস্তার উন্নয়ন করা হবে। অবশেষে তার সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের সংযোগ রাস্তা এইচবিবি করা হয়েছে, যা স্থানীয় জনগণের জন্য এক বড় স্বস্তির বিষয়।

রাস্তা সম্পন্ন হওয়ার পর এলাকাবাসী আনন্দ-উল্লাস প্রকাশ করেন। ইউএনও তার পোস্টে লেখেন, "আজ এই এলাকার মানুষের কৃতজ্ঞতা প্রকাশ, ওদের আনন্দ অশ্রু আমাকে এদেশের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।" তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে তার অনুভূতি প্রকাশ করেন।

এলাকার এক বাসিন্দা বলেন, "আগে বর্ষাকালে আমাদের বাচ্চারা ঠিকভাবে স্কুলে যেতে পারত না। আজ ইউএনও স্যার তার কথা রেখেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।"

উন্নত রাস্তার ফলে এখন শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে আসতে পারবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন অভিভাবকরা।

Share This