জানুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ

জানুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : February 05, 2025

চলতি বছরের জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ কমে ১০ দশমিক ৭২ শতাংশ হয়েছে। যা ২০২৪ সালের ডিসেম্বর মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে।

বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে বিশেষ করে চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের।

বিবিএসের দাবি শীত মৌসুমে পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির ছিল ১২.৯২ শতাংশ এবং নভেম্বরে ছিল ১৩.৮ শতাংশ।  খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ০.৯৫ শতাংশ কমে ৯.৯৪ শতাংশে নেমে এসেছে, অথচ গত মাসে যা ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।

Share This