ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির সম্মুখীন হয়েছে। তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার জানিয়েছে, ইসরায়েল বিশেষভাবে গোলাবারুদ বা মিউনিশনের সংকটে ভুগছে।
এই তথ্য এমন সময় সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
তবে এনবিসি নিউজের প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও, চলমান সংঘাতে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েল ১৩ জুন প্রথম হামলা চালায়, যা ইরানের মতে ছিল “উসকানিমূলক ও অনাক্রমণাত্মক।
এই অস্ত্র ঘাটতি ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে জোর আলোচনা চলছে।