জামায়াতে ইসলামীর মহিলা শাখা আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে যে সমাবেশ আয়োজন করার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মো. তাহের বলেছিলেন, ‘জামায়াতের ৪৩ শতাংশ সদস্যই নারী। এবারের নির্বাচনে তাঁরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। আমাদের প্রতিপক্ষরা নারী সমর্থকদের আধিক্য দেখে ভীত হয়ে তাঁদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ভীতি প্রদর্শন করছে। যারা নারী অধিকারের কথা বেশি বলে, তারাই নারীদের ওপর বেশি আক্রমণ করছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা লক্ষ করছি। নির্বাচন কমিশন (ইসি) হয়তো ক্ষমতাহীন অথবা ইচ্ছাকৃতভাবে তারা একপক্ষ হয়ে গেছে।’
আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী তা স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি সম্পর্কে দলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।