কালশী উড়ালসেতুর নাম বদলে হলো শেখ তামিম মহাসড়ক

কালশী উড়ালসেতুর নাম বদলে হলো শেখ তামিম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক : April 23, 2024

মিরপুরের কালশীর উড়ালসেতুর নাম পরিবর্তন করে শেখ তামিম মহাসড়ক রাখা হয়েছে।  কাতারের আমির শেখ তামিমের নামানুসারে এই নামকরণ করা হয়।

সোমবার (২২ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ সকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি করে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ তামিম দুই দেশের পক্ষে এতে সই করেন।

প্রসঙ্গত, কালশী উড়ালসেতুটি গত বছরের ফেব্রুয়ারিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ২ দশমিক ৩৪ কিলোমিটারের উড়ালসেতু ও এর সংযোগ সড়ক (প্রশস্ত সড়ক) প্রকল্পটি ২০১৮ সালে একনেক অনুমোদন দেয়।

আ/ম

Share This