ডিএফপি'র নতুন মহাপরিচালক হলেন খালেদা বেগম

ডিএফপি'র নতুন মহাপরিচালক হলেন খালেদা বেগম

নিজস্ব প্রতিবেদক : December 24, 2024

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন খালেদা বেগম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন।

 

সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাসুদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

একই প্রজ্ঞাপনে ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদা বেগম অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। খালেদা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএস তথ্য সার্ভিসের যোগদেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

Share This