সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খেলাফত যুব মজলিসের নিন্দা

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খেলাফত যুব মজলিসের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : October 03, 2025

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

শুক্রবার (৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য আব্দুল্লাহ আশরাফ ও  জাকির হুসাইন বলেন, নিরস্ত্র শান্তিকামী মানবিক সহায়তাকারীদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর সশস্ত্র হামলা স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণকেই নয়, বরং বিশ্বব্যাপী ন্যায়বিচার, মানবতা ও শান্তির জন্য সংগ্রামরত সবাইকেই টার্গেট করছে। এটি ফ্যাসিবাদী ও রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়াবহ বহিঃপ্রকাশ।

তারা বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, অবিলম্বে এই নৃশংস হামলার আন্তর্জাতিক তদন্ত শুরু করা হোক। পাশাপাশি ইসরাইলি অপরাধীদের আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বক্তারা আরও বলেন, আমরা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, ফিলিস্তিনের মুক্তি ও গাজার শিশুদের নিরাপত্তা শুধু মুসলিম উম্মাহ নয়, সমগ্র মানবতার নৈতিকতার পরীক্ষা।

Share This