টেকনাফ প্রেসক্লাবে সভা
ডেস্ক রিপোর্ট
January 08, 2022
নব নির্মিত ভবনে টেকনাফ প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক জসিম উদ্দিনের সঞ্চালনায় টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাও. মো. ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহ- সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, সদস্য ও কাউন্সিলর আব্দুল্লাহ মনির, সাংবাদিক সদস্য নুরুল হক, সাংবাদিক হুমায়ূন রশিদ, সাংবাদিক কায়সার পারভেজ চৌধুরী, সাংবাদিক আমান উল্লাহ কবির, সাংবাদিক গিয়াস উদ্দীন ভুলু, সাংবাদিক মাওঃ মুহাম্মদ জোবাইর প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুর রহমান, আবুল আলী, মোঃ রশীদ, রহমত উল্লাহ, শহীদ উল্লাহ, ফরিদুল আলম।
সভায় বক্তরা টেকনাফ প্রেসক্লাবের অগ্রগতি সফলতা কামনা করে বলেন, প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের আঁতুড়ঘর। সাধারন অসহায় মানুষের কথা এবং অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে কলম সৈনিকদের যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়া সভায় প্রয়াত সাংবাদিক নজির আহমদ সীমান্ত ও সাইফুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Share This