জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে ভারতের পেনশন সচিবের সাক্ষাৎ

জনপ্রশাসন মন্ত্রীর সঙ্গে ভারতের পেনশন সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : May 01, 2024

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পেনশন সচিব ভি. শ্রীনিবাস। এ সময় জনপ্রশাসনমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন। মানব সম্পদ উন্নয়নে ভারত বিভিন্ন প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ভারতের সচিব দুদেশের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মাঝে ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক উন্নয়নে ভারত বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক ও এটা বাস্তবায়ন হবে।

আ/ম

Share This