মাইলস্টোন ট্রাজেডি বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী

মাইলস্টোন ট্রাজেডি বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক : July 28, 2025

সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থী ফাতেমা আক্তার, জারিফ ফারহান, আফনান ফাইয়াজ ও অভিভাবক রজনি ইসলামের (২য় শ্রেণির শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশক্রমে এই সাক্ষাৎ করে দলটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার ও বাংলাদেশ বিমান বাহিনীর সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

অন্যদিকে, রোববার (২৭ জুলাই) বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল কুমিল্লার দেবিদ্বার থানায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে ও সর্বাত্মক সহযোগীতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Share This