লিবিয়ার মরুভূমি থেকে ৩ শতাধিক অভিবাসী আটক

লিবিয়ার মরুভূমি থেকে ৩ শতাধিক অভিবাসী আটক

আন্তজার্তিক ডেস্ক : November 26, 2024

লিবিয়ার সেনাবাহিনী তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে। 

সোমবার (২৫ নভেম্বর) আটকের কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আটককৃতরা মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল। 

ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সেনাবাহিনীর অধীনস্থ ৪৪৪ ব্রিগেড এক ফেসবুক পোস্টে জানায়, মরুভূমিতে একটি টহল দল অভিবাসীদের থামায় এবং তাদেরকে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ব্রিগেডটির প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরুষ, নারী ও শিশুরা সেনাদের দ্বারা বেষ্টিত অবস্থায় মাটিতে বসে আছে। তবে ব্রিগেড তাদের আটকের সঠিক তারিখ উল্লেখ করেনি।

২০১১ সালে ন্যাটোর সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ায় শান্তি আসেনি। ২০১৪ সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়—পশ্চিমাঞ্চলে ত্রিপোলি এবং পূর্বাঞ্চলে বেনগাজি ভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন গড়ে ওঠে।

লিবিয়া বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের যুদ্ধ ও দারিদ্র্যপীড়িত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। প্রতি বছর হাজার হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় লিবিয়া হয়ে যাত্রা করে।

এই আটকাদেশ মানব পাচার রোধের প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই লিবিয়ার অভিবাসী কেন্দ্রে অনৈতিক আচরণ এবং অবমাননাকর অবস্থার কথা জানিয়ে আসছে।

এদিকে, লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা অভিবাসন সংকটের সমাধানে বাধা সৃষ্টি করছে, যা দেশটির মানবাধিকার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

Share This