খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে: সারজিস আলম

খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : December 31, 2024

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনিদের দোসররা এখনও উন্মুক্তভাবে চলাফেরা করছে। খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’র সমাবেশে এ দাবি জানান তিনি।

 

তিনি বলেন, গণহত্যার দ্রুত বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে। অন্তর্বর্তী সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন রেখে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে হবে।

 

এসময় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে বলেও জানান তিনি।

Share This