নওগাঁয় সন্ত্রাসীর হামলায় একজনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি :
November 26, 2024
আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ আলীর হামলায় নওগাঁর সদর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৬০) নামের বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও আহত হয়েছে, তার দুই সহোদর কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫)। নিহত আব্দুল মজিদ ও আহতরা ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে তিন সহোদর আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ইয়াদ আলীর মোড় মজিদের গোস্তের দোকানে বসেছিল। হঠাৎ আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আলী নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেল যোগে এসে পিস্তল দিয়ে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার সময় ১টি পিস্তল ও ১টি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসলপাতালে ভর্তি করায়, সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার চিকিৎসক তার স্বজনদের জানান, আব্দুল মজিদকে সুস্থ করা আর সম্ভব নয়। আপনারা তাকে বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে আসার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এর আগে মামলা হয়েছে- দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভিকটিম মৃত্যুবরণ করায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This