ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে : রেলমন্ত্রী

ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 10, 2024

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন,আসন্ন ঈদুল ফিতরে এবার ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেই বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করেছি। এবং যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে সেই বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি।

বুধবার (১০ এপ্রিল) রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ঈদ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের আমরা রিটান টিকিট দিয়েছি। যেভাবে তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্য বাড়িতে গেছে ঠিক একই ভাবে তারা যেনো বাড়ি থেকে কর্মস্থলে ফিরবে। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এজন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই, রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Share This