কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ সারাদিন জাতীয় পার্টির কার্যালয় ঘিরে উত্তেজনা বিরাজ করে। সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাসহ অন্যদের আহতের ঘটনায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জাপা কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে আগে থেকে সতর্ক অবস্থানে থাকা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এসময় দলের কয়েকজনকে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতেও দেখা যায়।
পরিস্থিতি কিছুটা শান্ত হতেই কিছু নেতাকর্মী পেছন দিক থেকে এসে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। সেসময় পুলিশ সদস্যরা রমনা থানার দিকে কিছুটা পিছু হটেন। এসময় জাতীয় পার্টির কার্যালয়ের নিচে একটি স্টোর রুমের গেট ভেঙে সেখানে অগ্নিসংযোগ করা হয়।
পরে পুলিশ জলকামান নিয়ে এগিয়ে আসে এবং কার্যালয়ের নিচে দেওয়া আগুন নিভিয়ে ফেলে। এসময় জলকামান নিক্ষেপের কারণে পিছিয়ে যান বিক্ষোভকারীরা এবং কিছুটা দূরে গিয়ে পুলিশ ও জাতীয় পার্টির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এর আগে এদিন বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করেন জাপার নেতাকর্মীরা। বিকেল সোয়া ৫টার দিকে সেখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মাঝেমধ্যেই নেতাকর্মীরা বাইরে বের হয়ে আসেন। এছাড়া কার্যালয়ের বাইরে সতর্ক অবস্থান নেয় পুলিশ।