কাকরাইল মোড়ে তাবলিগের সাদপন্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক :
November 19, 2024
তাবলিগ জামাতের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কান্ধালভিকে ইজতেমায় আসার অনুমতির দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে সাদপন্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত স্মরকলিপি জমা দেন তারা।
এর আগে সকালে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা দেন সাদপন্থীরা। পথে পুলিশি বাধার মুখে পড়লে রমনায় সড়কের ওপর অবস্থান নেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
গত শুক্রবার কাকরাইলের মারকাজ মসজিদে ১৪ দিনের অবস্থান কর্মসূচি শুরু করে তাবলিগ জামাতের সাদপন্থিরা। এর আগে, ২০১৭ সালের নভেম্বরে বিশ্ব ইজতেমার আয়োজন ঘিরে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পরে দুই পক্ষ আলাদা ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের প্রথম দফার ইজতেমা শুরু হচ্ছে ৩১ জানুয়ারি, ৭ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় দফা।
কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মনসুর বলেন, একটি স্বার্থান্বেষী মহল মাওলানা সাদের নামের অপবাদ দিয়েছেন। আগের সরকারের থেকে আমরা নির্যাতিত হয়েছি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তাঁদের স্মারক লিপি প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। তিনি যে সিদ্ধান্ত নিবেন তা জানিয়ে দেওয়া হবে।
Share This