ভারতীয় ক্লাবের বিপক্ষে খেলতে আসছেন রোনালদো

ভারতীয় ক্লাবের বিপক্ষে খেলতে আসছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক August 16, 2025

পেশাদার ম্যাচ খেলতে ভারতে আসবেন, এমনটি হয়তো কখনো ভাবেননি বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অভাবনীয় বিষয়টিই এবার বাস্তব রূপ নিয়ে আসছে পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে। এশিয়া অঞ্চলের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ভারতীয় ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলা পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের।

অস্বাভাবিক কিছু না ঘটলে আল নাসরের হয়ে ভারতে খেলতে আসবেন রোনালদো। এফসি গোয়ার আতিথেয়তায় রোনালদোর ভারত আগমনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছেে দেশটির ফুটবল।

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে রিয়াদভিত্তিক ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পরও এখনো বড় কোনো শিরোপা জেতেননি। আগামী সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে তার দল পূর্ণ শক্তিতেই নামবে বলে আশা করা হচ্ছে।

আল নাসরের দলে আরও আছেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে। এছাড়া সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন আরেক পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স।

পুস্কুর বলেন, ‘ভারতীয় ফুটবলের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এখানে যোগ্যতার ভিত্তিতে এসেছি, আর এমন একটি ম্যাচ আমাদের সুযোগ দিচ্ছে প্রমাণ করার যে আমরা মহাদেশীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং খেলাটির সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তের অংশীদার হতে পারি।’

 

Share This