সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক : January 04, 2025

সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মামুনুল হক।

 

মামুনুল হক বলেন, ‘৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও চলছে, আরও পুরোদমে শুরু হয়ে যাবে।’

 

সাদপন্থিদের ইজতেমা করার বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘দ্বিতীয় পর্বের যে ঘোষণা ছিল, সেই ঘোষণার বিষয়েই তো আমাদের ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই ১৭ তারিখের হত্যাকাণ্ডের পরে, যাদের হাতে (সাদপন্থী) টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক অধিকার থাকে না।’

Share This