এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে : সালাউদ্দিন আহমেদ

এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে : সালাউদ্দিন আহমেদ

ফেনী প্রতিনিধি : February 16, 2025

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যেহেতু তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হত্যাযজ্ঞ করেছে। উদাসীন থাকলে হবে না, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উপদেষ্টা পরিষদে যারা ফ্যাসিষ্টের দোসর রয়েছে তাদের সরাতে হবে। ও এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফেনী জেলা বিএনপির আয়োজনে শহরের  মিজান ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, যেভাবে পারেন, বাজারে পণ্য সরবরাহ বাড়ান। বাজার স্থিতিশীল রাখেন। মানুষ সংস্কারের চাইতে সংসার বেশি বোঝে, অতএব সংস্কার সংস্কার না করে বাজার নিয়ন্ত্রণ করুন। 

তিনি আরও বলেন, স্পষ্টভাবে বলতে চাই, চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচনমুখী সংস্কারে হাত দিন। কোন বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না৷ 

এটুকু বলবো যারা অনুপাত ভিত্তিক ভোট চায়, তাদের বাংলাদেশের অনুপাত জ্ঞান নাই। 

তিনি বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মতলব কি জানতে হবে। তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা আহবান করা হয়।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু,কেন্দ্রীয় বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু,সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,মশিউর রহমান বিপ্লব,অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবদুল লতিফ জনি।

এতে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

উল্লেখ্য যে, ফেনী শহরে ২০১২ সালে বিএনপির সর্বশেষ জনসভা হয়েছিল। একযুগ পর লক্ষাধিক লোকের সমাগমের টার্গেট নিয়ে জেলার সর্বত্র তৃণমূল পর্যায়ে এ জনসভা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্তা বাড়াতে উৎসবের আমেজে নবীন প্রবীণ সবাই ভেদাভেদ ভুলে এক হয়েছেন বলে জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

Share This