সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : March 25, 2025

সাভারে ঈদের ছুটি ও বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করছেন জিন্স অ্যাপারেলন্স নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি ও চলতি মাসের বেতনের দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনো বেতন পরিশোধ করেনি। এ ছাড়া ঈদের ছুটি নিয়েও তালবাহানা করছে। এ সময় শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটির দাবি জানান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমরা আলোচনা জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

Share This