গল টেস্টের তৃতীয় দিনে ১ উইকেটে ১০০ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশ থেকে ৩৯৫ রানে পিছিয়ে লঙ্কানরা।
দিনের প্রথম সেশনে ২৭ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। হারিয়েছে ওপেনার লাহিরু উদারার উইকেট। পাথুম নিশাঙ্কা ৪৬ আর দিনেশ চান্দিমাল ২২ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন।
বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান।
ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস (৪৯৫ রানে)। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।
বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।
উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করেন দুই লঙ্কান ওপেনার। অবশেষে সেই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার।
ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি করে মধ্যাহ্নভোজে যান নিশাঙ্কা ও চান্দিমাল।